ধুনট উপজেলায় এক ইউনিয়নের ৫ জন আ’লীগের মনোনয়ন প্রত্যাশী

Slider রাজশাহী


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছেন একই ইউনিয়ন ৫ জন প্রার্থী। মঙ্গলবার মনোনয়নপত্র উত্তোলন ও জমার শেষ দিনে কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দেন তারা। এছাড়া এই সংসদীয় আসনের নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ধুনট ও শেরপুর উপজেলার মোট ৯ জন প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানাগেছে। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বাসিন্দা সাবেক পুলিশ সুপার এবং তিনবারের নির্বাচিত বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য ডরথী রহমান, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান মজনু, বাংলাদেশ মহিলা আওয়ামী আইনজীবি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডেপুটি এ্যাটর্নী জেনারেল এ্যাড. জান্নাতুল ফেরদৌসী রুপা, বগুড়া জেলা আলীগের সহ-সভাপতি এ্যাড. আমান উল্লাহ খান, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান টিআইএম নূরুন্নবী তারিক, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সামস-উল আলম জয়, কেন্দ্রীয় তাঁতীলীগের নূরে খোদা মঞ্জু ও শেরপুর উপজেলার সাবেক যুবলীগ নেতা আব্দুল হান্নান।এদিকে বগুড়া-৫ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন থেকেই প্রার্থী হয়েছেন ৫ জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নী জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা, ধুনট উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাবেক অধ্যক্ষ সামস-উল আলম জয় ও তাঁতীলীগের নূরে খোদা মঞ্জু।জানাগেছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মভূমি খ্যাত বগুড়া জেলার ধুনট-শেরপুর নির্বাচনী আসনটি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছিল। কিন্তু ২০০৮ সালে আওয়ামীলীগের প্রার্থী হাবিবর রহমান নির্বাচিত হওয়ার একটানা তিনটি মেয়াদে ক্ষমতায় থাকায় শেরপুর ও ধুনট উপজেলার ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত বগুড়া-৫ আসনটি এখন আওয়ামীলীগের ঘাঁটিতে পরিনত হয়েছে। ধুনট ও শেরপুর উপজেলার বর্তমান মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৫৪৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩২ হাজার ৪৬৭ জন এবং নারী ভোটার রয়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০ জন। এই আসনে বিগত সময়ে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারা হলেন, ১৯৭০ এর সংসদ নির্বাচনে ধুনটের কালেরপাড়া ইউনিয়নের বাসিন্দা আ’লীগের ডাঃ গোলাম সারওয়ার, ১৯৭৩ সালের নির্বাচনে শেরপুরের সুঘাট ইউনিয়নের বাসিন্দা আমানউল্লাহ খান, ৭৫ এর পট পরিবর্তনের পর ধুনটের চরপাড়া গ্রামের বিএনপির প্রার্থী এড. হাবিবুর রহমান, ধুনটের খাদুলী গ্রামের জাতীয় পার্টির এড. শাহজাহান আলী, ১৯৮৬ সালে শেরপুরের সীমাবাড়ি ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী সাবেক জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস জামান মুকুল, এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে পর পর তিনবার নির্বাচিত হন বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ এবং ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে পর পর তিনবার নির্বাচিত হন আওয়ামীলীগের প্রার্থী সাবেক পুলিশ সুপার বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *