নেদারল্যান্ডসের বিপক্ষে যেভাবে খেলা দরকার, সেভাবেই খেললো ভারত। ডাচ বোলারদের বুড়ো আঙুল দেখিয়ে স্কোরবোর্ডে তুলেছে চার শতাধিক রান। ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪১০ রান। যা বিশ্বকাপ ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ভারতের দ্বিতীয়।
ভারতের এই বিশাল সংগ্রহ আশার পালে হাওয়া লাগিয়েছে বাংলাদেশের। বিশ্বকাপ ইতিহাসে এত রান তাড়া করার রেকর্ড আগে কখনো নেই। ফলে নেদারল্যান্ডসের জন্য গড়তে হবে ইতিহাস। যা মোটেও সহজ হবে না।
ভারত এই বড় লক্ষ্যে পৌঁছায় লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারের জোড়া শতকে ভর করে। দু’জনে মিলে গড়েন মাত্র ১৩৬ বলে ২০৮ রানের জোট। যা চতুর্থ উইকেট জুটিতে বিশ্বকাপে সর্বোচ্চ। মাত্র ৬২ বলে শতক তুলে নেন রাহুল, যা বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের মাঝে সবচেয়ে দ্রুত।