বৃষ্টিতে খেলা বন্ধ ছিল। ৪০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১.৩ ওভারে পাকিস্তান ১ উইকেটে ১৬০ রান তোলার পর নেমেছে বৃষ্টি। বৃষ্টির পর ফের খেলা শুরু হয়েছে।
ওভার কাটা হয়েছে ৯টি। এখন ৪১ ওভারে ৩৪২ করতে হবে পাকিস্তানকে। হাতে আছে ৯টি উইকেট।
৪০২ রানের বিশাল লক্ষ্য। ওপেনারদের ওপর ছিল বিশাল দায়িত্ব। কিন্তু ৬ রানের মাথায় আব্দুল্লাহ শফিক ফেরায় দুশ্চিন্তা উঁকি দিতে থাকে পাকিস্তান শিবিরে। তবে নিমিষেই তা উড়িয়ে দেন ফখর জামান। অধিনায়ক বাবর আজমকে নিয়ে ১৫৪ রানের জুটি গড়ে এখনো অপরাজিত আছেন দুজনে।
বিশ্বকাপে প্রথম ম্যাচে বাজে করায় বাদ পড়েন পরের ম্যাচেই। ফেরেন গত ম্যাচে, বাংলাদেশের বিপক্ষে। সেদিন ৮২ রানের ইনিংস খেলে যেন ক্ষুধা নিবারণ হয়নি ফখরের, ফলে আজ হয়ে উঠেন আরো আগ্রাসী। চার শতাধিক রান তাড়ায় যা খুব বেশিই প্রয়োজন ছিল।
মাত্র ৬৩ বলে তিন অংকের ঘরে পৌঁছান ফখর জামান। যা পাকিস্তানের পক্ষে বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। এই সময় ৯টি ছক্কা হাঁকান ফখর। যা পাকিস্তানের হয়ে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ। সেইসাথে পূরণ করেন ৫ হাজার আন্তর্জাতিক রান। তবে খানিক বাদেই বৃষ্টিতে বন্ধ হয় খেলা।