শারমিন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস: জেলার শ্রীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সৌরভ (৩)। সে উপজেলার সিংদিঘী গ্রামের দিনমজুর আব্দুর রহিম বাদশার ছেলে।
শনিবার(২৫ জুলাই) বিকেলে ওই ঘটনা ঘটে। সন্ধ্যায় তার লাশ উদ্ধার হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে সৌরভ বড় ভাই সাব্বির (১০) ও খালাতো ভাই ফরিদ (১৫) এর সঙ্গে ঘরে খেলা করছিল। খেলার ফাঁকে সে বাড়ির পাশের ডোবার পাশে যায়। এসময় তার পা ফসকে সে ওই ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করে তার হদিস পায়নি। পরে সন্ধ্যায় তার লাশ ওই ডোবায় ভেসে উঠলে এলাকাবাসি লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসাদুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, মাওনা ইউপি চেয়ারম্যানের নির্দেশে স্থানীয়ভাবে শিশুটির লাশ দাফন করা হয়েছে। কোন মৃত্যুর ঘটনায় হত্যাকান্ডের সন্দেহ না থাকলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইচ্ছে করলে লাশ দাফনের অনুমতি দিতে পারেন।