টঙ্গীর সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়রের দুর্নীতি তদন্তে কমিটি গঠন

Slider ফুলজান বিবির বাংলা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর সাবেক কাউন্সিলর ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরনের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার(১২ অক্টোবর) গাজীপুর সিটি কর্পোরেশনের তৃতীয় পরিষদের প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক ৪৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (ভারপ্রাপ্ত মেয়র) আসাদুর রহমান কিরনের ২১ নভেম্বর ২০২১ হতে আনীত রাজস্ব ও ডিপিপি ১৫১০, ৬৬০ ও অন্যান্য এবং বিদ্যুৎ এর বিভিন্ন দুর্নীতির বিষয়ে তদন্ত করার লক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে গাজীপুর সিটি কর্পোরেশন।

গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) আব্দুল হান্নান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।

তদন্ত কমিটিতে ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামানকে আহবায়ক করা হয়েছে। কমিটি অন্য সদস্যরা হলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া, ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিটি কর্পোরেশনের হিসাবরক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়া ও প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে।
প্রসঙ্গত: ২০১২ সালে গঠিত ও ২০১৩ সালে অনুষ্ঠিত বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের গাজীপুর সিটিকর্পোরেশনের প্রথম মেয়র হন অধ্যাপক এম মান্নান। তিনি রাজনৈতিক মামলায় একাধিকবার জেলে যান। প্রতিবারই ভারপ্রাপ্ত মেয়র ছিলেন আসাদুর রহমান কিরণ। ২০১৮ সালে দ্বিতীয় নির্বাচনে মেয়র হন জাহাঙ্গীর আলম। তিন বছর চেয়ারে থাকার পর তাকে সাময়িক বরখাস্ত করা হলে ভারপ্রাপ্ত মেয়র হন আবার আসাদুর রহমান কিরণ। তৃতীয় নির্বাচনে জায়েদা খাতুন মেয়র হওয়ার পর কিরণের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। গাজীপুর সিটিকর্পোরেশনে দুই জন মেয়রে কার্যকালের প্রায় এক মেয়াদের সময়ে কাউন্সিলর হয়েও মেয়রের দায়িত্বে ছিলেন আসাদুর রহমান কিরণ। এই তদন্ত কমিটি আসাদুর রহমান কিরণের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন বিভাগে কোন দূর্নীতি হয়েছে কি না, তা তদন্তে কমিটি গঠন করে ১৫ দিনের সময় বেঁধে দিলো গাজীপুর সিটিকর্পোরেশন। এই প্রতিষ্ঠানে বর্তমানে মেয়র জায়েদা খাতুন। তিনি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। জাহাঙ্গীর আলমকে উপদেষ্টা নিয়োগ করেছেন মেয়র জায়েদা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *