গাজীপুর: সড়ক দূর্ঘটনায় সহপাঠি নিহতের প্রতিবাদে টঙ্গীর কলেজে গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করেছে স্থাণীয় সফিউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। নিহত জাকির হোসেন টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র ও নটরডেম কলেজে অধ্যয়নরত ছিলেন।
শনিবার(২৫ জুলাই) সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত টঙ্গীর কলেজ গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী স্কুল এন্ড কলেজের কয়েকশত শিক্ষার্থীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। তারা গাড়ি চলাচল বন্ধ করে দিলে সকল যানবাহন থেমে যায়। পরে পুলিশ কর্তৃক ন্যায় বিচারের নিশ্চয়তা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রন হয় ও সকল যানবাহন চলাচল শুরু হয়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী জানান, ১০ মিনিট সড়ক অবরোধ ছিল।
২২ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকায় রাস্তা পারাপারের সময় গাজীপুরগামী বসুমতি পরিবহনের একটি বাস জাকির হোসেন(২৪) কে চাপা দেয়। আশপাশের লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকির হোসেন ঢাকা নটরডেম কলেজের ছাত্র ছিলেন।