সিলেটে শিশু রাজন হত্যার ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার এক দিনের মধ্যেই জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেনকে ক্লোজড করা হয়েছে। এছাড়া এসআই ্আমিনুল ইসলাম ও জাকির হোসেনকে বরখাস্ত করা হয়েছে। ওই হত্যার ঘটনা তদন্তে গাফিলতি ও ধাপাচাপা দেয়ার অভিযোগ ছিল এ তিনজনের বিরুদ্ধে। অভিযোগ তদন্তে পুলিশের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল গতরাতে সিলেট মেট্রোপলিট্রন পুলিশ কমিশনারের কাছে ওই কমিটি তদন্ত প্রতিবেদন হস্তান্তর করে। প্রতিবেদনের বিস্তারিত প্রকাশ করা না হলেও সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সিলেটের সাংবাদিকদের জানান, প্রতিবেদনে পুলিশের যেসব সদস্যের গাফিলতির প্রমাণ মিলেছে তাদের ছাড় দেয়া হবে না। সকালে এমন ঘোষণা দেয়ার পর বিকালে সিলেট মেট্রোপলিট্রন পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়। সূত্র জানিয়েছে, ওই ঘটনা ধামাচাপা দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতারও প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।