মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হলে নেতিবাচক প্রভাবের আশঙ্কা

Slider সারাবিশ্ব


শেখ শাহরিয়ার জামান: হামাস-ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অনিশ্চিত পরিস্থিতির তৈরি হয়েছে। ভূরাজনীতির গতিপ্রকৃতির মনোযোগ ক্রমেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে কেন্দ্রীভূত হচ্ছে।

যুক্তরাষ্ট্র, ইউরোপ, সৌদি আরব, তুরস্ক, ইরান, রাশিয়াসহ সবাই পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিজস্ব অবস্থান নিচ্ছে। রাজনীতির পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যিক অবস্থানেরও পরিবর্তন দেখা যাচ্ছে।

ওয়েলপ্রাইসডটকম অনুযায়ী, ইতোমধ্যে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে বেড়েছে গড়ে তিন ডলার। অন্যান্য পণ্যের আন্তর্জাতিক ব্যবসায়ীরাও কিছুটা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। সামগ্রিক পরিস্থিতির প্রভাব থেকে বাংলাদেশও বিচ্ছিন্ন নয়। স্বল্প সময়ের জন্য হয়তো এর প্রভাব তেমনভাবে অনুভূত না হলেও, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার মো. শহীদুল হক বলেন, ‘প্রথমে কোভিড এবং পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে একটি অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছিল এবং সেটি এখনও বিদ্যমান। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যেকোনও ধরনের সংঘাত অনিশ্চিত পরিস্থিতিতে আরও জটিল করে তুলবে।’

তিনি বলেন, ‘এই সংঘাত যদি ছয় মাস থেকে এক বছর দীর্ঘস্থায়ী হয়, তবে সারা বিশ্বে এর বড় ধরনের প্রভাব পড়বে এবং বাংলাদেশও এর ব্যতিক্রম হবে না।’

মধ্যপ্রাচ্যে যেকোনও ধরনের সংঘাত অনিশ্চিত পরিস্থিতিতে আরও জটিল করে তুলবে (ছবি: সংগৃহীত)মধ্যপ্রাচ্যে যেকোনও ধরনের সংঘাত অনিশ্চিত পরিস্থিতিতে আরও জটিল করে তুলবে (ছবি: সংগৃহীত)

জ্বালানি তেল
জ্বালানি তেল এমন একটি পণ্য, যার দামের ওপর অন্যান্য প্রায় সব জিনিসের দাম নির্ভর করে। ভূরাজনীতিতে জ্বালানি তেল একটি অন্যতম অস্ত্র, যা বড় শক্তিরা প্রায়ই ব্যবহার করে থাকে।

মো. শহীদুল হক বলেন, ‘যেকোনও বৈশ্বিক অনভিপ্রেত পরিস্থিতির প্রথম ধাক্কাটা গিয়ে লাগে তেলের দামের ওপর। এরপর যখন একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়, তখন পরিস্থিতির গভীরতা অনুযায়ী দাম নিম্নগামী, বর্ধিত দামের কোনও পরিবর্তন না হওয়া অথবা ঊর্ধ্বগামী হওয়ার প্রবণতা দেখা দেয়।’

হামাস-ইসরায়েল পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, ‘আগের অভিজ্ঞতা থেকে বলা যায় সহসা এই সংঘাত একদম থেমে যাবে এবং আগের অবস্থায় ফিরে যাবে বলে মনে হয় না।’

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির একটি বড় প্রভাব কৃষিপণ্যের ওপরও পড়ে বলে তিনি জানান।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির একটি বড় প্রভাব কৃষিপণ্যের ওপরও পড়ে (ছবি: সংগৃহীত)জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির একটি বড় প্রভাব কৃষিপণ্যের ওপরও পড়ে (ছবি: সংগৃহীত)

কৃষিপণ্য
বাংলাদেশ কৃষি পণ্যের উৎপাদনে অনেক এগিয়ে থাকলেও কিছু পণ্য দেশটিকে আমদানি করতে হয়। কৃষিপণ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল হচ্ছে সার, যার প্রায় পুরোটাই বাংলাদেশ বিদেশ থেকে আমদানি করে।

শহীদুল হক বলেন, ‘কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণসহ সব ক্ষেত্রে জ্বালানি তেলের সম্পর্ক রয়েছে। তেলের দামের ওঠানামার সঙ্গে খাদ্যদ্রব্যের দামের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।’

অভিবাসন
মধ্যপ্রাচ্য বাংলাদেশের বড় শ্রমবাজার। শুধু সৌদি আরবেই প্রায় ২৮ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন।

শহীদুল হক বলেন, ‘মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন নয়। আগের বড় ঘটনাগুলোয় অভিবাসন ক্ষেত্রে বড় ধরনের প্রভাব দেখা যায়নি। আমার মনে হয় না হামাস-ইসরায়েল সংঘাতের ফলে পরিবর্তিত পরিস্থিতির কারণে সহসা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশিদের চলে আসতে হবে। মনে রাখতে হবে, ওই দেশগুলোর অর্থনীতিতে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন।’

মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতিতে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন (ছবি: সংগৃহীত)মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতিতে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন (ছবি: সংগৃহীত)

বাংলাদেশের অবস্থান
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক রাজনীতি ও পণ্যবাজারকে প্রভাবিত করবে বলে প্রতীয়মান হয়। এর ফলে যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকা দরকার।

নিজের অভিজ্ঞতা থেকে শহীদুল হক বলেন, ‘২০১৪ সালে মধ্যপ্রাচ্যে দুটি বড় ঘটনা ঘটে। এর একটি হচ্ছে ইরাকে আইসিসের উত্থান, যা পরবর্তী বছরগুলোয় পৃথিবীর প্রায় সব দেশের নিরাপত্তাব্যবস্থায় প্রভাব রেখেছিল। অন্যটি হচ্ছে কাতারের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিরোধ, যার প্রভাব বাংলাদেশেও পড়েছিল।’

উভয় ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমি বিষয়টির গুরুত্ব এবং এর প্রভাব কতটুকু হতে পারে, সেটি নিয়ে একটি পর্যালোচনা করেছিলাম। ভবিষ্যৎ সব সময় অনিশ্চিত এবং পরিবর্তিত পরিস্থিতির জন্য কী করা দরকার, সেটির জন্য হোমওয়ার্ক করাটা অত্যন্ত জরুরি বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *