গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘কথা পরিষ্কার- শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এটা বাংলাদেশ রক্ষার অস্তিত্বের লড়াই। এখান থেকে পিছু হঠা যাবে না। সেলফি এবং নরেন্দ্র মোদি ক্ষমতা গদি টেকাতে পারবে না।’
আজ শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, গণঅধিকার পরিষদ নেতা মশিউর, ছাত্রঅধিকার পরিষদ নেতা বিন ইয়ামিনসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের একদফা দাবিতে গণঅধিকার পরিষদের (নুর) উদ্যোগে এই কর্মসূচি হয়।
ভিপি নুর বলেন, ‘বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলসমূহের আজকে যুগপৎ কর্মসূচি ছিল। রামপুরা থেকে আসার পথে লক্ষ করলাম- মিছিলে লুঙ্গি পরা, মাথায় গামছা বাঁধা লোকজন। যা প্রমাণ করে- এই আন্দোলন এখন গণমানুষের আন্দোলন। কাজেই সেলফি এবং নরেন্দ্র মোদি ক্ষমতার গদি টেকাতে পারবে না।’
তিনি বলেন, ‘বিরোধীদলের আন্দোলন দমনে বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে জড়িত কতিপয় দুর্বৃত্ত পুলিশ অফিসারকে ঢাকায় রাখা হয়েছে। হুমকি-ধমকি দিয়ে ভয়-ভীতি দেখিয়ে গণঅধিকার পরিষদকে একদফার আন্দোলন থেকে সরানো যাবে না। জনগণ ওইসব দুর্বৃত্তদের রুখে দিবে।’
এ সময় গণঅধিকার পরিষদের নেতা মশিউর, ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লা, গোপালগঞ্জের ঈসমাইল, খুলনার সাইফুল, বগুড়া যুব অধিকার পরিষদের ৮ জন নেতাকর্মীসহ অনতিবিলম্বে সকল বিরোধী নেতাকর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানান নুরুল হক নুর।