ঢাকা: ভিয়েনায় ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চলমান আলোচনা সফল হয়েছে বলে ঘোষণা এসেছে।
সেখানে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) এ খবর জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
নাম প্রকাশ না করার শর্তে একটি সংবাদমাধ্যমকে এক পশ্চিমা কূটনীতিক বলেছেন, মূল বাঁধা দূরীভূত হয়েছে।
নাম প্রকাশ না করে দুই ইরানি কূটনীতিকের বরাত দিয়ে অপর এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, চুক্তি চূড়ান্ত হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক সময় সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়) ‘চূড়ান্ত পরিকল্পনা’ বিষয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৈঠক আহ্বান করেছে।