প্রেমের টানে ফিলিপাইনের এক তরুণী জয়পুরহাটের ক্ষেতলালে এসে আবদুল্লাহেল আমান (৩৭) নামের এক যুবক বিয়ে করেছন।
আজ রোববার দুপুরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নববধূকে দেখতে এলাকার লোকজন ভিড় করছেন।
ফিলিপাইনের ওই তরুণীর নাম আনা মারিয়া ভেলাস্কো (৩৭)। তার বর্তমান নাম মারিয়া আমান। আবদুল্লাহেল আমান ক্ষেতলাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত সাইফুল ইসলাম তালুকদারের বড় ছেলে। বর্তমানে তিনি ১ ছেলে সন্তানের জনক।
আবদুল্লাহেল আমান বলেন, ‘২০২০ সালে প্রথম স্ত্রীর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যায়। তখন কিছুটা হতাশ হয়ে পড়ি। তখন ফেসবুকে বেশি সময় কাটাতাম। ফেসবুকে আনা মারিয়ার সঙ্গে খুদে বার্তা আদান-প্রদান শুরু হয়। মারিয়া তখন সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরি করতেন। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি মারিয়া সৌদি আরবের চাকরি ছেড়ে বাংলাদেশে এসে আমাকে বিয়ে করার আগ্রহের কথা জানায়। আমিও তার কথায় রাজি হই। আমি আমার পরিবারের সদস্যদের কথাটি জানাই। পরিবারের সদস্যরা রাজি হন। শনিবার রাতে সৌদি আরব থেকে মারিয়া ঢাকায় পৌঁছায়। আজ বাদ জোহর আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।’
আজ বিকেল পাঁচটায় আবদুল্লাহেল আমানদের ক্ষেতলাল উপজেলা সদরের ভাড়া বাসায় গিয়ে দেখা গেছে, নববধূকে দেখতে উৎসুক লোকজন বাসার সামনে ভিড় করেছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারিয়া ভেলাস্কোকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছেন। তিনি নিজ ইচ্ছায় বাংলাদেশে এসেছেন বলে পুলিশকে জানিয়েছেন। তার পাসপোর্ট ভিসা সব চেক করেছি। তার সমস্ত কাগজপত্র ঠিক আছে।’