মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি: এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই বগুড়ায় ১২২জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বাংলা প্রথম পত্রের পরীক্ষায় বগুড়ার কোথাও কোন বহিস্কারের ঘটনা ঘটেনি। বিগত বছরগুলোতে এইচএসসি ও সমমানের পরীক্ষালো একসাথে শুরু হলেও এবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষাবোর্ড ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা পেছানো হয়েছে। এই কারণে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা গত ১৭ আগষ্টে, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।জেলা প্রশাসনের শিক্ষা শাখা জানিয়েছে, এবার বগুড়ায় নিয়মিত এবং অনিয়মিত মিলে ২৬ হাজার ৭২ জন পরীক্ষার্থী ৩২টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। এরমধ্যে প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় নিয়মিত ২৪ হাজার ৮২০জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৪ হাজার ৬৯৮জন। অনুপস্থিত ১২২জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩জন এবং ছাত্রী ৬৯জন।কয়েকদিন আগে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোসহ চারদফা আন্দোলন করেন। এক্ষেত্রে তারা প্রতিটি শিক্ষা বোর্ডের কাছে পরীক্ষা পেছানোর জন্য স্মারকলিপি জমা দিয়েছেন এবং সেখান থেকে তারা জানিয়েছেন পরীক্ষা পিছিয়ে নেওয়া হোক, না হলে অন্ততঃ ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার আয়োজন করা হোক। কিন্তু তাদের এই আন্দোলনের মুখে শুধু আইসিটি বিষয়ে ৭৫ নম্বর করা ছাড়া আর কোন দাবি মানা হয়নি।জেলা শিক্ষা অফিসার মোঃ হজরত আলী জানান, ‘প্রথম দিনে জেলায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রের জন্য ট্যাগ অফিসার এবং পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করেছেন। আগামী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে’। তবে প্রকাশ থাকে যে, খবরে জানা যায়, বগুড়া জেলার কোথাও কোন এক্সফেল( বহিষ্কার)এর খবর পাওয়া যায়নি।