বলিউডে বেশ কিছুকাল ধরেই নারী-কেন্দ্রিক ছবির ট্রেন্ড চলছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে মহিলাদের কাস্ট করছেন পরিচালকেরা। শুধু তাই নয়, এই সব ছবির চিত্রনাট্যও গড়ে উঠছে মেয়েদের সমস্যাকে ভিত্তি করেই।
প্রকাশ ঝা-র আগামী ছবি ‘গঙ্গাজল ২’ সেই ধারাতেই নতুন সংযোজন। এই কাহিনির কেন্দ্রে রয়েছেন এক মহিলা পুলিশ অফিসার। তবে এ ছবিকে ‘নারী-কেন্দ্রিক’ বলে চিহ্নিত করার কোনও মানে হয় না বলেই জানিয়েছেন ছবির নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া। তাঁর প্রশ্ন, এই পুলিশ অফিসারের চরিত্রে কোনও পুরুষ থাকলে সেটাকে কি আলাদা করে ‘পুরুষ-কেন্দ্রিক’ বলে উল্লেখ করা হত?
এই নতুন চরিত্র দারুণ উপভোগ করেছেন, ‘পিগি চপস’। প্রিয়ঙ্কার বাবা পেশায় ছিলেন সেনাবাহিনীর ডাক্তার। তিনি প্রায়শই বলতেন— “ওয়র্দি কি চাল হি অলগ হোতি হ্যায়।” প্রিয়ঙ্কার মতে, পুলিশ কিংবা সেনার চরিত্রের তাই বোধ হয় আলাদা স্বাদ রয়েছে।