স্বপ্নের পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি

Slider খেলা


আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। উপমহাদেশে খেলা হওয়ায় এবার বড় স্বপ্ন বাংলাদেশের। শিরোপাকে পাখির চোখ করেই মাঠে নামবেন সাকিবরা।

তবে বিশ্বকাপ শুরুর আগেই বিশ্বকাপ ট্রফিকে ছুঁয়ে দেখার সুযোগ পাচ্ছেন টাইগাররা। বিশ্ব ভ্রমণে থাকা বিশ্বকাপ ট্রফি শ্রীলংকা থেকে রবিবার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছেছে। বিসিবি থেকে জানানো হয়েছে, স্বপ্নের পদ্মা সেতুতে আজ ট্রফির ফটোসেশন হবে। মাওয়া প্রান্তে বিকাল ৩টায় হবে এই ফটোসেশন।

তিন দিনের এই বিশ্বভ্রমণের দ্বিতীয় দিনে আগামীকাল ট্রফি থাকবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি উন্মুক্ত থাকবে জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, অফিসিয়াল, সংগঠক ও গণমাধ্যমের জন্য। সাধারণ দর্শকরাও ট্রফি দেখার সুযোগ পাবেন। ৯ আগস্ট বসুন্ধরা সিটি শপিংমলে বেলা ১১টা থেকে রান ৮টা পর্যন্ত সাধারণ ক্রিকেটপ্রেমীরা ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন।

বিশ্বকাপ ট্রফির ভ্রমণ শুরু হয়েছে আয়োজক দেশ ভারত থেকেই। ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট ওপরে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ট্রফিটি নেমে

আসে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। গত ২৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত দেশটির প্রতিটি ম্যাচের ভেন্যুতে ভ্রমণ করেছে বিশ্বকাপ ট্রফি। পর্যায়ক্রমে শ্রীলংকা হয়ে রবিবার মধ্যরাতে বাংলাদেশে এসে পৌঁছেছে। এখান থেকে যাবে কুয়েতে। এর আগে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, এটি আইসিসির একটি ক্যাম্পেইন। তিনি বলেন, ‘এটি আইসিসিরই একটি চাহিদা যে, যেই দেশে ট্রফি যায় সেই দেশের আইকনিক লোকেশনে একটা ফটোসেশন করা। এর আগে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে করা হয়েছিল। এবার যেহেতু আপনারা জানেন, পদ্মা সেতু আমাদের দেশের একটি গর্ব, একটি আইকনিক স্থাপনা। আমাদের পরিকল্পনা রয়েছে, পদ্মা সেতুতে ট্রফি নিয়ে একটি ফটোসেশনের ব্যবস্থা করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *