সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর বাস মালিক সমিতির একটি বাস টাঙ্গাইলে আটকের প্রতিবাদে সৈয়দপুরে সড়ক অবরোধ করেছে পরিবহন মালিকরা।
এতে শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে সৈয়দপুর দিয়ে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার সঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এরআগে বৃহস্পতিবার রাতে সৈয়দপুর থেকে ছেড়ে যাওয়া নাদের পরিবহনের একটি বাস টাঙ্গাইলে আটকে দেয় সেখানকার পরিবহন মালিক সমিতি।
খবর পেয়ে শুক্রবার সকালে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় সড়কে আড়াআড়ি করে গাড়ি রেখে অবরোধ শুরু করে মালিক সমিতি। এতে সৈয়দপুরের ওপর দিয়ে আশপাশের ৪ জেলায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয়পাশে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে আলাপ-আলোচনা চলছে।
সৈয়দপুর পরিবহন মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান লিটন বলেন, এ ধরণের ঘটনা অনভিপ্রেত।