ক্ষমা চাইলেন জয়

Slider বিনোদন ও মিডিয়া


জনপ্রিয় টিভি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে এই তারকা অভিনয়ের চেয়ে বেশি ব্যস্ত উপস্থাপনা ও নির্মাণে। তার অনুষ্ঠানে অতিথি হয়ে অনেক তারকাই অস্বস্তির মধ্যে পড়েন। যা নিয়ে পরবর্তীতে হয় নানা আলোচনা-সমালোচনাও।

এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার দাপুটে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। জয়ের মুখ দেখতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। অবশ্য ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন জয়। কিন্তু অভিমান ভাঙেনি ডিপজলের।

সম্প্রতি পরিচালক কাজী হায়াতের এক সাক্ষাৎকারে ডিপজলকে নিয়ে প্রশ্ন তোলেন জয়। সেখানে জয়কে বলতে দেখা যায়, ‘ডিপজল ভাইয়ের মতো প্রভাবশালী এক ব্যক্তি, যে রাজনৈতিকভাবে বিতর্কিত তাকে আপনি নাটক-সিনেমায় আনলেন এবং সে হিট হলো!’

উপস্থাপকের এমন কথা শুনে ক্ষুব্ধ হন ডিপজল। আর সে কারণেই জয়ের মুখ দেখতে চান না এই খল অভিনেতা। যদিও জয় নিজের ভুল বুঝতে পেরে ফোন করেছিলেন তাকে। কিন্তু সে ফোন তিনি ধরেননি।

বিষয়টি নিয়ে জয় বলেন, ‘ডিপজল ভাইকে এমন মন্তব্যের পরে, আমি নিজেই তাকে ফোন দেই। কিন্তু তিনি আমার ফোন ধরেননি। এরপর আমার প্রোডিউসার তাকে ফোন দেয়। আর অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করেন। কিন্তু ডিপজল ভাই তাকে বলে দেন, আমার মুখ দেখতে চান না তিনি।’

ক্ষমা চেয়ে জয় বলেন, ‘ডিপজল ভাই আপনাকে অনুরোধ করব, আমাদের অতীত সম্পর্কটা একটু ভেবে দেখবেন। আমি আপনাকে ভালোবাসি। আমার বেফাঁস মন্তব্যর কারণে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সেটা আমার উদ্দেশ্য ছিল না। আমি ক্ষমা চাই। আপনি আমাকে যেভাবে আগে ভালোবাসতেন, সেভাবেই ভালোবাসবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *