গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপকে লক্ষ্য করে গত বুধবার (০৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর ছাত্রলীগের একটি ইফতার মাহফিলের উদ্ধেশ্যে বের হলে মহানগরের বোর্ড বাজার এলাকায় দ্বীপের বাসার সামনে নিজ গাড়িতে দুইটি ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। তবে ককটেল বিস্ফোরিত না হওয়ায় তার কোনো ক্ষতি হয়নি। গত বুধবার (০৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোর্ড বাজার এলাকায় এঘটনাটি ঘটে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় টঙ্গী কলেজ গেইট এলাকায় থেকে গাজীপুর মহানগরের ছাত্রলীগের প্রতিষ্ঠতা সহ-সভাপতি মো. মোতাহার হোসেন খান (মিঠু) ও টঙ্গী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদ মশিউর রহমান সরকার বাবুর নের্তৃত্বে একটি মিছিল বের করেন। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোক্তার, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ব্যাপারী, কাজী সুভ, টঙ্গী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, মো. সুজন প্রমুখ।
##