ঢাকা: পরমাণু চুক্তি সম্পন্ন হলেও ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরও অন্তত দুই বছর বলবৎ থাকবে। আলোচনা সাপেক্ষে ছয় বিশ্ব শক্তি এ নিষেধাজ্ঞার মেয়াদ আট বছর পর্যন্ত বাড়াতে পারে।
ভিয়েনায় এক কূটনীতিক সূত্রের বরাত দিয়ে রাশিয়াভিত্তিক সংবাদ সংস্থা তাস বৃহস্পতিবার (০৯ জুলাই) এ খবর জানিয়েছে। এখানেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জাফরির সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলছে।
কূটনীতিক সূত্রটি জানায়, এ বিষয়ে আপস এখনও সম্ভব। সবগুলো পক্ষই অস্ত্র নিষেধাজ্ঞা আরও কিছু সময় বলবৎ রাখার ব্যাপারে একমত হয়েছেন। সময়টা কত হবে, তা নিয়েই আলোচনা চলছে এখন। দুই থেকে আট বছর এ নিষেধাজ্ঞার মেয়াদ নির্ধারণ করা হতে পারে।
সূত্রটি আরও জানিয়েছে, দুই ধাপে অস্ত্র নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হতে পারে। প্রথম ধাপে নিষেধাজ্ঞা স্থগিত ও দ্বিতীয় ধাপে সম্পূর্ণরূপে তূলে নেওয়া হতে পারে।