সরকারের পদত্যাগ দাবিতে একদফা আন্দোলনের দ্বিতীয় দিনে আজ বুধবার বেলা ১১টার দিকে পদযাত্রা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা আব্বাস। ছবি :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সব বাধা অতিক্রম করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। খালেদা জিয়া, তারেক রহমানকে মুক্ত করতে হবে, কথা বলার অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। সব বাধা অতিক্রম করে গণতন্ত্র ফিরিয়ে আনব।’
আজ বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে সরকারের পদত্যাগ দাবিতে একদফা আন্দোলনের দ্বিতীয় দিনে পদযাত্রা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা মরতে শিখে গেছে। গতকাল (মঙ্গলবার) নোয়াখালীতে আমাদের কর্মীকে হত্যা করেছে। আর ছাড় দেওয়া যাবে না। এই বাংলাদেশ কারো একার নয়। গতকাল সারা বাংলাদেশে অনেক আত্যাচার করা হয়েছে।’
পদযাত্রা কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা প্রস্তুতি নিন, বিজয় আমাদের সুনিশ্চিত।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপিনেতা ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, রফিকুল ইসলামসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী পদযাত্রায় অংশ নেন। পদযাত্রা শুরুর সমাবেশের আলোচনাপর্ব সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।