ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ল

Slider ফুলজান বিবির বাংলা

দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল শিক্ষার্থীদের (ট্রেইনি চিকিৎসক) ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল শিক্ষার্থীদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকায় উন্নীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা আপাতত পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করেছেন।

এদিকে পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল শিক্ষার্থীরা।

এ বিষয়ে পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক ডা. তানভির বলেন, খবরে জানতে পারলাম ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। এমনটি হয়ে থাকলে আমরা তা মানি না।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদের আশ্বাসে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। সাত ঘণ্টা অবরোধের পর তা প্রত্যাহার করা হয়। বিকেল ৫টার দিকে শাহবাগ-সায়েন্সল্যাবমুখী রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা।

এর আগে বেলা ১১টায় তারা সড়কে অবস্থান নেন। এ সময় রাস্তা অবরোধের কারণে আশপাশের কয়েকটি এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *