মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার, ৬ জুলাই ভোর ৪টার দিকে বগুড়া শহরের উপকণ্ঠে সাবগ্রামের ছাতিয়ানতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানিয়েছেন, নিহতদের একজনের পরিচয় পাওয়া না গেলেও অপরজন নারীর পরিচয় মিলেছে। তার নাম রাবেয়া বেগম (২৬)। তিনি জেলার সারিয়াকান্দি উপজেলার বয়রাকান্দি এলাকার সাগর মিয়ার স্ত্রী। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত দু’জন হলো পলাশ মাহমুদ (২০) ও সিএনজি অটোরিকশা চালক বাদশা মিয়া (২২)। তাদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, হতাহত এই চারজন ঢাকা থেকে বাসযোগে এসে বগুড়া শহরের সাতমাথায় নেমেছিলেন। এরপর তারা ওই সিএনজিচালিত অটোরিকশায় চেপে সারিয়াকান্দিতে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সাবগ্রামের ছাতিয়ান তলা এলাকায় বিপরীতগামী একটি ট্রাকের সাথে ওই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন। এছাড়া গুরুতর আহত হন ওই দুই ব্যক্তি। আজ সকাল ৮টা পর্যন্ত নিহত অজ্ঞতানামা ব্যক্তির পরিচয় মেলেনি। চালক দুর্ঘটনা কবলিত ট্রাকটি নিয়ে পালিয়েছে। তবে সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে।