ঢাকা: নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে এক অনুষ্ঠানে কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী আল্লাহ ও রাসূল (সা.) নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।
রোববার (০৫ জুলাই) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতারা বলেন, গাফফার চৌধুরী তার বক্তব্যের মধ্য দিয়ে আল্লাহর সিফাতের অবমাননা করে সারাবিশ্বের মুসলমানদের মনে আঘাত দিয়েছেন। এজন্য তাকে অবিলম্বে তওবা করে মুসলমানদের কাছে মাফ চাইতে হবে। সেই সঙ্গে তার দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। তা না হলে তার পরিণতি অভিশপ্ত নাস্তিক মুরতাদদের মতোই হবে। বাংলাদেশের তাওহিদী জনতা তাকে কখনোই এ দেশের মাটিতে পা ফেলতে দেবে না।
আব্দুল গাফফার চৌধুরী ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য বিবৃতিতে নেতারা সরকারের প্রতি দাবি জানান।