ইতালিতে চুম্বনে বাধা, সমালোচনার মুখে মেয়র

Slider গ্রাম বাংলা টপ নিউজ লাইফস্টাইল সারাদেশ সারাবিশ্ব

image_105655.kisss
গ্রাম বাংলা ডেস্ক: সমকামী যুগলদের জনসমক্ষে চুম্বনে বাধা দেওয়ার আইন করতে গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়েছে পড়েছেন ইতালির এক মেয়র। তাঁর এই ঘোষণা দেয়ার পর দেশে-বিদেশে সমালোচনার ঝড় ওঠে।
ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ছোট শহর বোর্গোসেসিয়ার মেয়র গিয়ানলুসা বুয়োনানো। তিনি ডানপন্থি দলের সমর্থক, যারা সমকামী সম্পর্কের বিরোদী। ইউরোপীয় পার্লামেন্টের এক অধিবেশনে তিনি বলেন, ‘‘সমকামী যুগল মানে প্রকৃতির অস্বাভাবিকতা। অর্থাৎ কুকুরের ডাক পরিবর্তন হয়ে মিউ মিউ হয়ে যাওয়া, অথবা বিড়াল ঘেউ ঘেউ করতে থাকা।” তিনি জানিয়েছিলেন যে, তিনি তাঁর আইনজীবীদের সাথে আলোচনা করেছেন প্রকৃতিবিরুদ্ধ আচরণের জন্য কী ধরনের শাস্তি হতে পারে। এ সংক্রান্ত একটি ডিক্রি খুব শিগগিরই জারি করবেন বলেও নাকি জানান তিনি।
বোর্গোসেসিয়ার মাত্র ১৩ হাজার মানুষের বাস। মেয়র গিয়ানলুসা গত মে মাসে ইউরোপীয় পার্লামেন্টে ‘নর্দান লিগ’-এর পক্ষে লড়ে জয় পান। ইউরোপীয় পার্লামেন্টে দেয়া তাঁর এই ভাষণের ব্যাপক প্রতিবাদ জানায় পার্লামেন্টের বামপন্থি নেতারা। জার্মান স্যোশাল ডেমোক্রেট বির্গিট সিপেল গিয়ানলুসাকে ‘পার্লামেন্টের লজ্জা’ হিসেবে উল্লখ করে বলেন, ‘‘জনসমক্ষে সমকামীদের চুম্বন নিষিদ্ধ করে তিনি একটি বিশেষ সম্প্রদায়ের অধিকারে হস্তক্ষেপ করেছেন, যা ইউরোপীয় ইউনিয়নের নীতির লঙ্ঘন।”
৪৮ বছর বয়সি এই মেয়র আগেও সমালোচনার মুখোমুখি হয়েছেন। এই মাসেই ইউরোপীয় পার্লামেন্টে বোরখা পড়ে উপস্থিত হয়েছিলেন তিনি। উদ্দেশ্য, ইউরোপীয় দেশগুলোতে যাতে মুসলিম অভিবাসীদের প্রবেশ করতে দেয়া না হয়। প্রসঙ্গত, তাঁর দল বরাবরই বর্ণবাদী হিসেবে পরিচিত।

সূত্র কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *