ফের আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সোমবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হার কমেছে। এতে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে স্বর্ণ। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দর ঊর্ধ্বমুখী হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। তবে এখনও গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে স্বর্ণ। চলতি বছরের বাকি সময় আরও দুইবার সুদের হার বাড়াতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে গুরুত্বপূর্ণ ধাতুটি নিম্নমুখী রয়েছে।
এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯২৫ ডলার ৯৯ সেন্টে।
একই কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৩৬ ডলারে।
গত সপ্তাহে বুলিয়ন দর হারিয়েছে ২ শতাংশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাবে ফেড। ফলে মূল্যবান ধাতুটির এ অবনমন ঘটেছে। কারণ, সুদহার বৃদ্ধি নন-ইল্ডিং স্বর্ণের উজ্জ্বলতা হ্রাস পেয়েছে।
ওসিবিসি ফোরেক্স কৌশলবিদ ক্রিস্টোফার ওয়াং বলেন, আমরা কঠোর মুদ্রানীতি চক্রের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুদিন পরই সুদহার বৃদ্ধিতে বিরতি দেয়া হতে পারে। তবে এরই মাঝে তা কয়েকবার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ফলে স্বর্ণের বাজার অস্থিতিশীল থাকছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, আগামী জুলাইয়ে সুদের হার বাড়ানোর সম্ভাবনা আছে ৭২ শতাংশ। তবে নতুন বছর ২০২৪ সালের শুরু থেকে তাতে বিরতি দেয়া হতে পারে।
এ অবস্থায় ডলার সূচক নিম্নগামী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। বর্তমানে তা প্রায় ১০৩ পয়েন্টে অবস্থান করছে।