চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তার আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম), বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন তিনি। এর মধ্যে বগুড়া-৪ আসনে ১ হাজারেরও কম ভোটে তিনি পরাজিত হন। তবে হিরো আলমের দাবি, তাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে হিরো আলম বলেন, ‘আসলে আমি জিতেছিলাম। কিন্তু আমাকে জোর করে হারানো হয়েছিল। আমার সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছিল। তাই আমি দেখিয়ে দিতে চাই, যা হয়েছিল সেটা অন্যায়।’
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আগামী ১৩ জুন মনোনয়নপত্র জমা দেবেন আলোচিত এ ইউটিউবার, গায়ক ও অভিনেতা। তবে সংসদ সদস্য নির্বাচন করতে বারবার তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি ফারুক ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। আর যোগ্যতা প্রসঙ্গে বলব, হ্যাঁ এটা তো ঠিক যে আমি যোগ্য নই সংসদ সদস্য হওয়ার। কিন্তু এখানে এমন অনেক ব্যক্তি আছেন, যারা অযোগ্য, অথচ পদে আছেন। তারা কেউ কোনো কাজ করেননি।’
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে হিরো আলম খুবই আশাবাদী। সাধারণ মানুষ, বিশেষত দেশের গরিবদের জন্য ভাবতে চান তিনি। আগামী নির্বাচনই তার একমাত্র লক্ষ্য বলে জানান।