তারা কখনো আমার মানবাধিকার নিয়ে কথা বলেনি: প্রধানমন্ত্রী

Slider জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কখনো তার মানবাধিকার নিয়ে কথা বলেনি। সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে বিবিসির ইয়ালদা হাকিমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী।

ওই সাক্ষাৎকারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অভিযোগ, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, গণতন্ত্র ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, ‘মানবাধিকার সংস্থাগুলো কখনো আমার মানবাধিকার নিয়ে কথা বলেনি। যখন আমার পুরো পরিবারকে হারিয়েছি, তখনো তারা আমার পক্ষে কথা বলেনি। কেন?’

বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং সংবাদমাধ্যমের ওপর চাপ তৈরি করা সম্পর্কে বিভিন্ন সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার উদ্বেগ প্রকাশ করেছেন উল্লেখ করে এ বিষয়ে শেখ হাসিনার বক্তব্য জানতে চাওয়া হয়।

শেখ হাসিনা বলেন, ‘আমি জানি না, তারা যেসব অভিযোগ করছে, সেগুলো খুব বেশি প্রমাণ করতে পারেনি। কিছু গ্রুপ বড় বড় সংখ্যায় অভিযোগ করেছে, কিন্তু আমরা যখন তদন্ত করেছি, তখন আমরা পাঁচ ছয়জনের (হত্যা বা গুম) ব্যাপার দেখতে পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আসলে কিছু মানুষ বিভিন্ন কারণে নিজেরাই লুকিয়ে ছিল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আমরাও সমর্থন করি না। আমাদের দেশে আইন আছে, আমাদের আইন প্রয়োগকারীরা কোনো অন্যায় করলে তাদেরও বিচারের আওতায় আনা হয়। তাদের শাস্তির ব্যবস্থা করা হয়।’

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, ‘তারা কী করেছিল? তারা মানুষ হত্যা করেছে, তারা মলোটভ ককটেল ছুড়েছে, তারা পাবলিক বাসে আগুন দিয়েছে। ৩৮০০ পাবলিক বাসের ভেতরে যাত্রীদের রেখেই আগুন ধরিয়ে দিয়েছে। তারা সাধারণ মানুষ হত্যা করেছে, ট্রেন, লঞ্চ, প্রাইভেট কারে আগুন দিয়েছে। আপনি হলে কী করতেন? আপনারা কি তাদের বিরুদ্ধে মামলা করতেন না?’

তিনি আরও বলেন, ‘এটা সাধারণ দলীয় সমর্থকদের ক্ষেত্রে করা হয়নি। যারা হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে, দুর্নীতি করেছে—এ জন্য তারা শাস্তি পেয়েছে। আমি বুঝতে পারি না, তারা যেসব অপরাধ করেছে, কেন এসব (মানবাধিকার) সংগঠন সেটা দেখতে পাচ্ছে না।’

বিবিসির সংবাদদাতা ইয়ালদা হাকিম জানতে চান, যুক্তরাষ্ট্রের কেউ কেউ মনে করেন, আধা-সামরিক বাহিনী র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার আসল কারণ হলো, বাংলাদেশের মানবাধিকার অবস্থাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা। জবাবে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সবসময়েই মানবাধিকার রক্ষা করে আসছে। মানবাধিকার মানেই শুধু শরীরের নিরাপত্তা নয়। আমার কাছে মানবাধিকার মানে হলো তাদের নিরাপত্তা, খাদ্য, শিক্ষা, ভোট, সুস্থ থাকার অধিকার। সবকিছু আমরা রক্ষা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *