গ্রাম বাংলা ডেস্ক: চোটের কারণে বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারছেন না আর্জেন্টিনার বড় ভরসা ডি মারিয়া। ডাচদের বিরুদ্ধে এমন একটি হাইভোল্টেজ ম্যাচে ডি মারিয়ার অনুপস্থিতিতে মাথায় হাত পড়ে গেছে সাবেলার। নীল-সাদা দলের সমর্থকরাও চিন্তায় রয়েছেন দলের অন্যতম সেরা খেলোয়াড়টি খেলতে না পারার জন্য ৷ এখন প্রশ্ন হচ্ছে আর্জেন্তিনার মিডফিল্ডারের বিকল্প কে হবেন? অনেক নামই ভেসে আসছে ৷ তবে অর্জেন্টিনার কোচ ইঙ্গিত দিয়েছেন এনজো পেরেজই হতে পারেন ডি মারিয়ার বিকল্প ৷ এই প্রসঙ্গে কোচ সাবেলা বলেছেন, ‘এই মুহূর্তে বলতে পারছি না কে ডি মারিয়ার বদলে খেলবেন ৷ তবে সম্ভবত এনকো পেরেজই খেলাতে পারেন ডি মারিয়ার বদলে ৷’ পেরেজের প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্টিনার কোচ ৷ তার বক্তব্য, ‘পেরেজ এই মরশুমে ছন্দে রয়েছে ৷ পর্তুগিজ লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৷ ডি মারিয়ার পরিবর্তে ওকে খেলানো যেতে পারে ৷ যদিও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ৷’