পটুয়াখালীর দশমিনা উপজেলা সংলগ্ন তেতুলিয়া নদীতে বিয়ের অনুষ্ঠান শেষে কনে নিয়ে ফেরার সময় ঢেউয়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এতে কনেসহ চারজন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার বিকেলে তেতুলিয়া নদীর চরবোরহান পয়েন্টে ঢেউয়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। নিহত লিপি বেগম (৩০) দশমিনা উপজেলার উত্তর বনগোপালদী এলাকার ধলু হাওলাদারের স্ত্রী। নিহত ও নিখোঁজ সকলের বাড়ি দশমিনা উপজেলার বিভিন্ন এলাকায়। তারা একে অপরের আত্মীয়-স্বজন বলে জানা গেছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, চর বোরহান থেকে ট্রলারটিতে ১৫ জনের মতো বরযাত্রী বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে কনেসহ দশমিনার আসছিল। পথে নদীর ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে লিপি বেগম নিহত হয়েছেন। নিখোঁজরা হলেন রাব্বি (২০), সেলিনা (২৫) খাদিজা (৫) ও মানছুরা (১৮)। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।