‘দেশ রক্ষায় আসুন সবাই একসঙ্গে বসি’

Slider জাতীয়

81450_khaleda

 

দেশ রক্ষায় সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, আসুন, আমরা একসঙ্গে বসি। কে ছোট কে বড় সেই চিন্তা না করে  দেশের বিপদে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াই। এই লেডি হিটলারের হাত থেকে দেশকে রক্ষা করি। আজ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত ইফতারি মাহফিলে তিনি এসব কথা বলেন। সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, জনগণের প্রতি তাদের কোন দায়িত্ব বোধ নেই। তারা শুধু লুটপাটে ব্যস্ত। বিদেশ থেকে পচা গম আমদানি করছে। সেনাবাহিনী, পুলিশ কেউ এই গম নিতে চায় না। এই গম কাদের খাওয়াবেন? আওয়ামী লীগের লোকদের খাওয়ান। তাদের স্বাস্থ্য এমনিতেই ভাল। আরও ভাল হবে। তিনি বলেন, জনগণের টাকা লুটপাট করে ক্ষমতাসীনদের পকেট ভারি হচ্ছে। তারা সুইস ব্যাংকে টাকা রাখছে। রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করে জাতীয় পার্টি। জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারা সভাপতি প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী, জাগপা প্রেসিডেন্ট শফিউল আলম প্রধান, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ প্রমুখ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *