বঙ্গভবনের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। আজ সোমবার বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া বিদায় সংবর্ধনায় এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, তিনি রাষ্ট্রপতি হলেও সবসময় নিজেকে এ দেশের সাধারণ মানুষ মনে করতেন। রাষ্ট্রপতির পদকে দায়িত্ব মনে করেই তিনি তার ওপর অর্পিত এ দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন।
বঙ্গভবনের উন্নয়নে তার নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে আব্দুল হামিদ বলেন, বঙ্গভবন বাংলাদেশের মর্যাদার প্রতীক। বঙ্গভবনের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার আহ্বানর জানান তিনি।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (সম্পদ) বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন এবং রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদসহ বঙ্গভবনের কর্মচারীরা বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন।
পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইফতারে অংশ নেন।