ইয়াবাসহ এএসআই গ্রেফতার এবার গাড়ি চালকের স্বীকারোক্তি মূলক জবানবন্দি

Slider জাতীয়

yeaba_areast_885225104

ফেনী: ফেনীর লালপোলে ৭ লাখ পিস ইয়াবাসহ আটক হওয়া পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহফুজকে বহনকরা গাড়িটির চালক জাবেদ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে ফেনীর সিনিয়র জুডিনিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর ফারুকীর আদালতে তিনি এ জবানবন্দি দেন।

জবানবন্দিতে জাবেদ ইয়াবা চক্রের সঙ্গে কিভাবে জড়িয়ে পড়েছেন এবং আরো যারা এ চক্রের সঙ্গে জড়িত তাদের নাম উল্লেখ করেন। এছাড়াও ইয়াবা পাচার চক্র সম্পর্কে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন জাবেদ।

আদালত সূত্র বাংলানিউজকে স্বীকারোক্তি মূলক জবানবন্দির কথা নিশ্চিত করেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহীনুজ্জামান জানান, এ মামলার ব্যাপারে আরো তদন্ত কার্যক্রম চলছে। শিগগিরই মূল হোতাদের গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ।

গ্রেফতার হওয়া দু’জন হলো- ঢাকার এসবি’র টেকনিক্যাল সেকশনের এএসআই মাহফুজুর রহমান (৩৫) এবং তার গাড়িচালক জাবেদ আলী (২৯)।

২১ জুন (রোববার) ঢাকা-চট্টগ্রাম মহাসডকের ফেনীর লালপোলে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ মাহফুজ ও তার গাড়ির চালককে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *