মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বহিষ্কৃত হন জাহাঙ্গীর আলম। সে সময় আওয়ামী লীগের দলীয় পদও হারান তিনি। সম্প্রতি ক্ষমা চাওয়ায় আওয়ামী লীগ তাকে দলে ফিরিয়ে নিয়েছে। তবে সিটি নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এ সিটি নির্বাচনে নৌকার প্রার্থী হচ্ছেন আজমত উল্লাহ খান।
মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন কি না, জানতে চাইলে জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি যেহেতু রাজনীতি করি, তাই জনগণ যা চায়, তা-ই করব। এলাকার নাগরিক ও ভোটার যদি চায়, তবে আমি তাদের নিরাশ করব না। তারা চাইলে আমি নির্বাচন করব।’
সাবেক এ মেয়র বলেন, ‘আমি সারাজীবন রাজনীতি করেছি। তাদের (ভোটার) আমি ভোট নিয়েছি, তাদের পরিকল্পিত একটি শহর করে দেওয়ার জন্য। তাই তারা চাইলে আমি জীবন দিতেও প্রস্তুত। আমার নাগরিকদের আমি কষ্ট দেব না। এতে আমি ফাঁসিতেও যেতে পারি, জেল হতে পারে, মৃত্যুবরণও করতে পারি। আমার নাগরিকরা যেহেতু আমাকে ভালোবেসেছে, তাদের চোখের পানি আমি দেখেছি। সে হিসেবে আমি তাদের নিরাশ করব না।’