চট্টগ্রাম: সাংবাদিকরা মাদকের বিরুদ্ধে কলম ধরা থেকে অত্যন্ত সচেতনভাবে বিরত থাকেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
তিনি বলেন,‘অনেক সাংবাদিক প্রতিদিন মাদক গ্রহণ করে থাকেন। তবে কিছু ব্যতিক্রমও আছেন। ’
শুক্রবার দুপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নগরীর মুসলিম হলে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
তিনি বলেন,‘কোথায় কারা মাদক বিক্রি করে তা মিডিয়া ভালো জানে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে মাদক সমস্যার সমাধান অনেক সহজ হবে।’
নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে দায়িত্ব নিয়ে এ কথা বলছেন বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।
মাদকের ছোবল থেকে শুধুমাত্র আইনশৃঙ্খলাবাহিনী নতুন প্রজন্মকে বাঁচাতে পারবে না উল্লেখ করে আ জ ম নাছির উদ্দিন বলেন,‘এক্ষেত্রে মিডিয়াকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।’
ধর্মীয় অনুশাসন মেনে চললে তরুণ প্রজন্ম মাদকের ছোবল থেকে রেহায় পাবে বলেও মনে করেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন।
দায়িত্ব গ্রহণের পর নগরীর ৪১ ওয়ার্ডে কাউন্সিলরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন বলে জানান মেয়র।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মফিজুর রহমান ও উপ পরিচালক মো. আলী আসলাম হোসেন।