বগুড়া জেলার নন্দীগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন মরণ ফাঁদ

Slider গ্রাম বাংলা


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধিঃ- নন্দীগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন মরণ ফাঁদ। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন নানা কারণে মরণ ফাঁদে পরিনিত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উক্ত পরিবার কল্যান কেন্দ্রটি ১৯৮০ সালে নির্মাণ করা হয়, সেই থেকে এ পর্যন্ত কয়েকবার সংস্কার করা হলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার কারণে দেওয়াল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে,ফলে দেওয়াল ও মেঝেতে বড় রকমের ফাঁটল দেখা দিয়েছে। ছাঁদ থেকে প্লাষ্টার খুলে খুলে পড়ছে, মেঝে ফেটে চৌচির যে কোন মুহুর্তে বড় ধরনের দূড়ঘর্টনা ঘটে প্রাণ নাশ হতে পারে। জিবনের ঝুকি নিয়েই অফিসের কর্মকর্তা কর্মচারীগণ অফিস করছে। অনেক সময় ঝড় বৃষ্টি এলে অফিস ছেড়ে বাহিরে আশ্রয় নিতে হয়। কর্তৃপক্ষকে বিষয়টি বার বার জানালেও শুধু মাপজোক করে নিয়ে যাওয়া হলেও আজো কোন বরাদ্দ দেওয়া হয়নি এই পরিবার কল্যাণ কেন্দ্রটিতে। এরকম একটা ঝুঁকিপূর্ণ ভবনের নিচে বছরের পর বছর অফিস করলেও দেখার কেউ নাই। এ বিষয়ে উপ-সহকারী কমিউনিটি অফিসার ফজলুল হকের সাথে কথা বললে তিনি এই প্রতিনিধিকে জানান, আমরা সকলে প্রাণ ভয়ে অফিসে বসে সেবা প্রদান করে যাচ্ছি। যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। এ বিষয়টি কর্তৃপক্ষকে বার বার অবহিত করেছি, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। ভবনটি খুব দ্রুত সরকারি ভাবে পরিত্যাক্ত ঘোষনা করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *