মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগের পদ্মাসেতু প্রকল্প এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ও বাঁশের বেড়া দিয়ে সনাতন পদ্ধতিতে বালুর বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালানো হচ্ছে।
বুধবার (২৪ জুন) সকাল থেকে এভাবে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে পদ্মাসেতু প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের জানান, মঙ্গলবার বিকেলে পদ্মার আকস্মিক ভাঙনে কুমারভোগে পদ্মাসেতুর পাইলিং প্রকল্প এলাকার ১৫০ মিটার নদী গর্ভে চলে যায়। যে কোনো সময় আবারও ভাঙন দেখা দিতে পারে। এজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রতিদিনের মতো বুধবারও পদ্মাসেতু নির্মাণের লক্ষ্যে পাইলিং প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এদিকে, ভাঙন পরিস্থিতি সরেজমিন দেখতে বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভাঙন এলাকা পরিদর্শন করতে আসছেন।