সমুদ্রসীমার রায় : তালপট্টি ভারতের

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ সারাবিশ্ব

THE BAY OF BENGAL MARITIME BOUNDARY ARBITRATION - between - THE
গ্রাম বাংলা ডেস্ক:
ভারতের সাথে সমুদ্রসীমা নিয়ে নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতের রায়ে বাংলাদেশ ১৯ হাজার ৪৬৭ বর্গ কিলোমিটার সমুদ্রাঞ্চল পেয়েছে। ভারতের সাথে বিরোধপূর্ণ সমুদ্রাঞ্চল ছিল ২৫ হাজার ৬০২ কিলোমিটার। ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতগুলোর দেয়া রায়ে বঙ্গোসাগরের এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার এলাকার ওপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
এ রায়ে বঙ্গোপসাগরের ওপর টানা রেখায় দক্ষিণ তালপট্টি ভারতের অংশে পড়েছে। অবশ্য দ্বীপটির এখন কোনো অস্তিত্ব নেই। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে তালপট্টির সৃষ্টি হলেও ১৫ বছর পর আরেক ঝড়ে তা পানিতে তলিয়ে যায়। ভারতীয় উপমহাদেশ ভাগ করার সময় রেডকিফের আঁকা ম্যাপ অনুযায়ী বঙ্গোপসাগরের তালপট্টির অংশটি ছিল ভারতের। অন্য কোনো ম্যাপ দিয়েই একসময়ের দ্বীপটির ওপর অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি বাংলাদেশ।
স্থায়ী সালিসি আদালতের রায়ে ৫০ কিলোমিটারের একটি ‘গ্রে এরিয়া’ রয়েছে যার মৎস সম্পদে ভারতের এবং সমুদ্র তলদেশের সম্পদে বাংলাদেশের অধিকার থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *