সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ঢাকায় এসেছেন। ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দুই দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকা পৌঁছন।
শুক্রবার সন্ধ্যায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঢাকা আসার তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন টনি ব্লেয়ার।
উল্লেখ্য, টনি ব্লেয়ারের লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেইঞ্জ-এর এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।