ঢাকা: চলতি বছরেই বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে ‘আসল’ বিএনপিকে দেখা যাবে বলে জানিয়েছেন ‘আসল’ বিএনপি’র মুখপাত্র কামরুল হাসান নাসিম।
বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিনি বলেন, ২০১৫ এর মধ্যে দলীয় কাউন্সিল ও গঠনতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। এ বছরই বিএনপির সদরদপ্তর নয়াপল্টনের কার্যালয়ে আসল বিএনপিকে দেখা যাবে।
নাসিম আরও বলেন, দলের অসুখ হয়েছে আর তা সারানোর জন্য আমি চিকিৎসক হিসাবে কাজ করছি। আগে হোমিও দিয়েছি ঈদের পরে এ্যালোপ্যাথিক ঔষধ দিব।
বিএনপিতে চার শ্রেণীর ধারা আছে মন্তব্য করে নাসিম বলেন, একটি শ্রেণী দলের নেতৃত্বের পরিবর্তন চান কিন্তু এখনও খালেদা- তারেকের নেতৃত্ব মেনে চলেন। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সুবিধাবাদীরা নিজেদের সুবিধার জন্য সেনা সমর্থিত সরকার চায়। সেই সাথে দলের অমঙ্গল কামনা করে।
আর বিএনপিতে একটি সচেতন শ্রেণীর জম্ম হয়েছে।যারা রাষ্ট্রীয় ক্ষমতায় নয়,রাষ্ট্রের সেবায় জিয়ার আদর্শকে বাস্তবায়ন করতে চায়। সেই শ্রেণীই হলো আসল বিএনপি। এ বছরের শেষ দিকে বিএনপির একটি প্রতিনিধি দল ভারত সফর করবে বলেও উল্লেখ করেন তিনি।