সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের পর ৩ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়ানো হয়। ভিডিওটিতে সেখানে দেখা গেছে, বাথরুমে প্রবেশ করে নগ্ন হয়ে ভিডিও কলে কথা বলছেন ডাবলু। কিন্তু ভিডিওর অপরপ্রান্তে কাওকে দেখা যাচ্ছে না। আবার কী কথা হচ্ছে সেটিও শোনা যাচ্ছে না।
এ বিষয়ে ডাবলু সরকার বলেন, ‘ভাইরাল ভিডিওর ওই ব্যক্তির শরীরের ওপরের অংশটি তার হলেও নিচের অংশটি অন্য কারও। সেটি এডিট করে বসানো হয়েছে। ইতোমধ্যে ভিডিওটি আমি দেখেছি। দেখে আমার কাছে মনে হলো, সম্পূর্ণটাই ফেক। আপনারা জানেন, আমি জিম করি, বিভিন্ন জিমের সঙ্গে সম্পৃক্ত। এর আগে বিভিন্ন জিমে শরীরচর্চা করা অবস্থায় ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, আমার অর্ধেক শরীরের সঙ্গে অন্য কারোটা দিয়ে এটা করা হয়েছে। এটা একটা ফেক আইডি দিয়ে ছড়ানো হচ্ছে। ইতোমধ্যে আমি বোয়ালিয়া থানায় আইসিটি আইনে মামলা দায়ের করেছি। প্রাথমিকভাবে আমি কাউকে কোনো কিছু বলবো না। আইন বের করবে।’
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, ‘মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কিন্তু তিনি অভিযোগ করবেন বলে মৌখিকভাবে জানিয়েছেন।’
রাজশাহী মহানর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল আলম জানান, ‘ডাবলু সরকারের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’