লিটন দাসের ব্যাটে স্বপ্ন দেখছে কুমিল্লা, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শিরোপার দিকে। যদিও এখনো লক্ষ্য ছোঁয়ার বহু পথ বাকি, তবে দায়িত্ব নিয়েই ব্যাট করে চলেছেন লিটন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন জনসন চার্লস, দুজনের জুটিতে এখন বেশ ভালো অবস্থানেই আছে কুমিল্লা। ১১ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান।
এর আগে সিলেটের দেয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ওভারেই তানজিম সাকিবের উপর চড়াও হন সুনিল নারিন ও লিটন দাস। সেই ওভারে আসে ২০ রান। দু’জনের জুটি ভাঙে ২.২ ওভারে সুনিল নারিন ৫ বলে ১০ করে ফিরলে। দ্রুত ফেরেন অধিনায়ক ইমরুল কায়েসও, মাত্র ২ রান আসে তার ব্যাটে।
জোড়া উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে তুলেন চার্লস ও লিটন দাস মিলে। যদিও জুটি ভেঙে যেত অনেক আগেই, তবে রুবেল হোসেন চার্লসের ক্যাচটা বেশ কয়েকবার চেষ্টা করেও হাতে জমাতে পারেননি। লিটন দাস ৩৪ বলে ৪৮ ও চার্লস অপরাজিত আছেন ২৪ বলে ৩০ রানে।