খন্দকার হাছিবুর রহমান
গাজীপুর অফিস: গাজীপুর শহরে আসন্ন রমজানের পবিত্রতা রক্ষায় র্যালী ও মিছিল হয়েছে।
সোমবার অনুষ্ঠিত ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগর শাখার সভাপতি আলহাজ মাঃ মজিবুর রহমান মাহামদি। আরো বক্তব্য রাখেন সহ সভাপতি মাঃ সফিকুল ইসলাম মাঃ গোলাম মস্তফা। পরিচালনায় ছিলেন আলহাজ মাওলানা মোঃ আঃ ছাতার হোসাইন।

