কারামুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান

Slider টপ নিউজ


টাঙ্গাইলের ঘাটাইলে কারামুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করেছেন সাগরদীঘি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হেকমত সিকদার। নির্বাচনী সহিংসতার ঘটনায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর ২৩ দিন কারাগারে ছিলেন তিনি।

গত মঙ্গলবার কারাগার থেকে মুক্ত হন হেকমত সিকদার। এরপর তার গ্রামের বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি। এর আগে ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার তার লোকজন নিয়ে সাগরদীঘি বাজারে আনন্দ মিছিল করেন।

ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, ‘আমার পরিবারের কেউ জেল খাটেনি। আমিই প্রথম কারাগারে থেকেছি। তাই বাড়িতে আসার পর পরিবারের লোকজন দুধ দিয়ে গোসল করে পবিত্র করেন।’

২০১৮ সালের ২৮ মার্চ ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাত ৩টায় গুলিতে আব্দুল মালেক (৪৫) নামে বিএনপির এক নেতা নিহত হন। পরদিন ২৯ মার্চ গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এ ঘটনায় চেয়ারম্যানকে আসামি করে মামলা করে নিহতের পরিবার।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে গত ১ জানুয়ারি গ্রেপ্তার করে আদালতে পাঠায় ক্রিমিনাল ইনভেস্টেগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *