শনিবার (২১ জানুয়ারি) ১৫টি বিয়ে হয় ইজতেমার মাঠে।গতকাল আসরের নামাজের পর ১৫টি যৌতুকবিহীন বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।
বিয়ে শেষে মুসলিম রীতি অনুযায়ী উপস্থিত মুসল্লিদের মধ্যে খুরমা-খেজুর বিতরণ ও দোয়া করা হয়। সব বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়।
রোববার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে শুরু হওয়া আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে।
মোনাজাতের আগে বিশ্ব ইজতেমার ৫৬তম আসরে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান করা হয়। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়াতি বয়ান। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লিদের উপস্থিতিতে এবাদত, বন্দেগি, জিকির, আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা ময়দান।
এর আগে ইজতেমার প্রথম পর্বে শুধু খেজুর বিলিয়ে যৌতুকবিহীন ৭০টি বিয়ে সম্পন্ন হয়।