গুলি করে হাসান আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে

Slider টপ নিউজ

78795_hasan

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের তাড়াইলের সৈয়দ মো. হাসান আলী ওরফে হাছেন আলীর বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ আজ এ রায় ঘোষণা করে। হাসান আলীকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদ- কার্যকর করা যাবে। হাসান আলী বর্তমানে পলাতক রয়েছে।
গত ১৫ ও ১৯শে এপ্রিল হাসান আলীর বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগ ও আইনি বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। অন্যদিকে ২০শে এপ্রিল হাসান আলীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান। গত বছরের ৮ই ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১শে মার্চ পর্যন্ত হাসান আলীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা হরি দেবনাথসহ রাষ্ট্রপক্ষের ২৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছিলেন। অন্যদিকে আসামির পক্ষে কোনো সাফাই সাক্ষী ছিলনা। ২০১৪ সালের ৭ই ডিসেম্বর হাসান আলীর বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। একই বছরের ১১ই নভেম্বর হাসান আলীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের ৬টি মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এতে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *