অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের সি ওয়ার্ল্ডের কাছে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। খবর বিবিসির।
কুইন্সল্যান্ড এ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, এছাড়া দুই বিমানের আরও নয় আহত আরোহীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সেইসঙ্গে গুরুতর আহত তিন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে এক নারী ও দুই কিশোর রয়েছে।
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, তারা এই হেলিকপ্টার সংঘর্ষের তদন্ত করবে। দেশটির স্থানীয় সময় দুইটা নাগাদ মেইন বিচ নামে পরিচিত একটি পর্যটন স্ট্রিপ বরাবর এ দুর্ঘটনা ঘটে।
কুইন্সল্যান্ড পুলিশের গ্যারি ওয়ারেল সাংবাদিকদের বলেছেন, এক হেলিকপ্টার উড্ডয়ন করছিল এবং আরেক হেলিকপ্টার অবতরণ করছিল বলে মনে হয়েছে।
তিনি আরও বলেন, নিহত চারজন ও গুরুতর আহতের সবাই একই হেলিকপ্টারের আরোহী।