মেট্রোরেলের প্রথম চালক লক্ষ্মীপুরের কে এই মরিয়ম?

Slider বাংলার সুখবর


দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন হচ্ছে আগামীকাল বুধবার। আর উদ্বোধনী দিন মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে এদিন মেট্রোরেলের প্রথম চালক হতে যাচ্ছেন মরিয়ম আফিজা। দেশের ঐতিহাসিক এই মুহূর্তের অংশ হতে পারে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মরিয়ম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ব্যাপক চর্চা হচ্ছে।

মেট্রোরেলের প্রথম চালক হতে যাওয়া মরিয়ম পড়াশোনা করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তিনি কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন। মেট্রোরেলের চালক হিসেবে নিয়োগ পান ২০২১ সালের ২ নভেম্বর।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে জন্ম নেওয়া মরিয়ম বলেন, ‘মেট্রোরেলের চালক হিসেবে নিয়োগ পাওয়ার আগে আমি কোথাও কাজ করিনি। নিয়োগ পাওয়ার পর থেকে কয়েকটি ট্রেনিং করেছি। এখনো ট্রেনিংয়ের মধ্যেই আছি।’

মরিয়ম জানান, টানা এক বছর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। প্রস্তুতি নিয়েছেন দ্ক্ষ চালক হিসেবে নিজেকে তৈরি করার।

জানা গেছে, চট্টগ্রামের হালিশহরের রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দুই মাস প্রশিক্ষণ নিয়ে ঢাকায় ফেরেন মরিয়ম। এরপর আবারও চার মাস প্রশিক্ষণ নেন। এ ছাড়াও মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিয়েছেন তাদের।

ট্রেন চালানোর জন্য কতটুকু প্রস্তুত জানতে চাইলে মরিয়ম বলেন, ‘আমি চালক হিসেবে ট্রেনিংয়ের সবগুলো ধাপ পেরিয়েছি।’ তবে এখনো দক্ষতা অর্জনের জন্য প্রতিনিয়ত শিখছেন বলে জানিয়েছেন দেশের ইতিহাসের গর্বিত অংশ হতে যাওয়া মেট্রোরেলের নারী চালক মরিয়ম।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক জানিয়েছেন, মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। আর মেট্রোরেল চালাতে নিয়োগ দেওয়া চালকরা যাতে প্রত্যেকটি ট্রেন দক্ষতার সঙ্গে চালাতে পারে, সেজন্য তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চালকদের মধ্যে ছয়জন নারী রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করলেও সাধারণ যাত্রীরা চলাচল করতে পারবে ২৯ ডিসেম্বর থেকে। প্রথম দিকে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলবে। উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচলের পথে কোথাও থামবে না ট্রেনটি।

সংশ্লিষ্টরা জানান, মানুষকে অভ্যস্ত করার জন্য প্রথম দিকে বেশি যাত্রী নেওয়া হবে না। মানুষ অভ্যস্ত হয়ে গেলে তিন মাসের মধ্যে পূর্ণভাবে মেট্রোরেল চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *