গাজীপুর: যুবলীগ নেতা কর্তৃক ট্রাক চালককে মারধর করার প্রতিবাদে শ্রমিকলীগ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলীতে ৩০মিনিট অবরোধ করে।
এসময় বেশকিছু যানবাহন ভাংচূর হয়।
শুক্রবার(৫ জুন) বেলা সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত টঙ্গীর চেরাগআলীতেওই ঘটনা ঘটে।
পুুলিশ ও স্থানীয় সূত্র জানয়, স্থানীয় যুবলীগ নেতা শাহ আলম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জনৈক ট্রাক চালককে মারধর করেন। ওই ঘটনার প্রতিবাদে জাতীয়
শ্রমিক লীগ টঙ্গী থানা শাখা ঢাকা-মংমনসিংহ মহাসড়কের চেরাগআলী ট্রাক স্ট্যান্ড এলাকায় অবরোধ করে। পুলিশ অবরোধ ভাঙ্গতে চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। অবরোধকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচূর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
বেলা সোয়া ২টায় এই রিপোর্র্ট লেখার সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
টঙ্গী থানার উপ-পরিদর্শক(এসআই) হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবরোধ ছিল। এখন আর কোন সমস্যা নেই।

