শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাদের দাবিটি তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরবেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
দাবির স্বপক্ষে আরও বক্তব্য রাখবেন গণপরিবহন বিশেষজ্ঞ আবদুল হক, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল হক, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ অনেকে।
প্রসঙ্গত, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রতি কিলোমিটারে ৫ টাকা হারে এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশের ভাড়া ৬০ টাকা নির্ধারণ করেছে।