‘বাজেট শিল্প ও বিনিয়োগবান্ধব’

Slider অর্থ ও বাণিজ্য

78149_fbcci

 

 

প্রস্তাবিত ২০১৫-১৬ বাজেট বিনিয়োগবান্ধব ও শিল্প সহায়ক বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি আবদুল মাতলুব আহমাদ। বাজেট নিয়ে বিকালে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আবদুল মাতলুব আহমাদ বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন ধরনের সমস্যার মধ্যেও দেশের ব্যবসায়ীরা টিকে আছেন। ব্যাংক ঋণে উচ্চ সুদহার, শুল্ক বাধা, অবকাঠামো সমস্যার কারণে কয়েক বছর ধরে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। এই স্থবিরতা কাটাতে প্রস্তাবিত বাজেটে আটটি বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। ৩০টি অর্থনৈতিক অঞ্চল করার অনুমোদনের কথা বলা হয়েছে। ১৫ বছরের মধ্যে আরও ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এ সব সিদ্ধান্ত শিল্পখাতে বড় ধরনের পরিবর্তন আনবে বলেন মনে করেন তিনি। এফবিসিসিআইয়ের এই নেতা বলেন, ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ ও মূল্যস্ফীতি ৬ দশমিক ২ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য ইতিবাচক। ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়ানোকে ইতিবাচক মন্তব্য করে মাতলুব বলেন, এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয় সীমা দুই লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে এ সীমা দুই লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। তা ছাড়া প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় করা, ব্যাংক ঋণে সুদের হার কমানোর আহ্বান জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *