বিশ্ববাজারে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। গত এক সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, দীর্ঘ মেয়াদে সুদের হার বাড়ানোর আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে ডলারের মূল্য বেড়েছে। ফলে স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে।
এদিন স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১ হাজার ৭৭৮ ডলার ২১ সেন্টে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৭ শতাংশ। আউন্সপ্রতি তা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৮৮ ডলার ৩০ সেন্টে।
স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, সুদের হার বাড়ছে। এতে ডলারের মূল্যমান বৃদ্ধি পাচ্ছে। ফলে স্বর্ণের দরপতন ঘটছে।
ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানান, আগামী বছরের জন্য সুদের হার বাড়ানো হতে পারে। শিগগিরই এ ঘোষণা আসতে পারে।
এরপর ডলারের দাম শূন্য দশমিক ৭ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে স্বর্ণের দাম কমেছে। অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে দামি ধাতুটি ব্যয়বহুল হয়ে পড়েছে।